Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘একশ টাকা বেতনের চাকরি থেকে এখন আমি পিএইচপির চেয়ারম্যান’


২৪ মার্চ ২০১৯ ২১:১৯

চট্টগ্রাম ব্যুরো: ‘একশ টাকা বেতন দিয়ে আমার চাকরি জীবন শুরু করি, এখন আমি পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান। পিএইচপি ফ্যামিলি কয়েকবছর ধরে বাংলাদেশের সর্ববৃহৎ করপোরেট হাউজ হিসেবে স্বীকৃতি পাচ্ছে। পিএইচপি ফ্যামিলি কয়েকবছর ধরে সর্ববৃহৎ করদাতা হিসেবেও স্বীকৃতি পাচ্ছে।’

রোববার (২৪মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাংবাদিকতা বিভাগের ২০তম ব্যাচের বিদায় অনুষ্ঠানে এসব কথা জানান পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমান।

বিজ্ঞাপন

চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সুফী মিজান বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘জ্ঞান অর্জনের ক্ষেত্র অসীম। আপনারা অনার্স, মাস্টার্স শেষ করে নিজেদের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন। তবে জীবনে সফলতা অর্জন করতে হলে সাধনা করতে হবে। নিজ লক্ষ্য অর্জনে অটুট থাকতে হবে। মানুষকে ভালবাসতে হবে এবং সম্মান করতে হবে। জ্ঞান অর্জনের জন্য নিরলস পরিশ্রম করতে হবে।’

জীবনে সফলতা পেতে হলে পরিশ্রমী, বিনয়ী হতে হবে এবং অহংকার, হিংসা-বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে বলেও জানান দেশের শীর্ষস্থানীয় এই শিল্পপতি।

সুফী মিজান আরও বলেন, ‘জীবনযুদ্ধে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের ছাত্রজীবন থেকে পরিশ্রমী হতে হয়। জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হয়। নিজের ভুল নিজেকে শুধরিয়ে নিতে হয়। প্রতিটি মানুষের স্বপ্ন থাকে, সেই স্বপ্নের জন্য কাজ করে যেতে হয়।’

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান আবুল কলম আজাদের সভাপতিত্বে এবং শিক্ষক শহীদুল হক ও মাধব দীপের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ ও প্রক্টর আলী আজগর চৌধুরী।

বিজ্ঞাপন

সারাবাংলা/সিসি/এমআই

পিএইচপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর