Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে দুর্ঘটনায় দুজনের মৃত্যু


২৫ মার্চ ২০১৯ ১০:১৮ | আপডেট: ২৫ মার্চ ২০১৯ ১০:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পৃথক দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ মার্চ) গভীর রাতে নগরীর পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় জেরিন জাহান (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া সোমবার (২৫ মার্চ) সকালে নহরীর বহদ্দারহাটে চলন্ত বাস থেকে পড়ে মো. সাকিব (১৮) নামে আরেকজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, রাত ১২টার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে প্রাইভেট কারে ফিরছিলেন জেরিন ও তার স্বামী ইফতেখার আহমদ জিসান। গাড়ি ১৫ নম্বর জেটি এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে আইল্যান্ডের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। তিনজনই আহত হন। জেরিনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

বিজ্ঞাপন

জেরিনদের বাসা নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার দুই নম্বর গলির রশিদ বিল্ডিংয়ে। তাদের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এলাহীবাদ গ্রামে।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বহদ্দারহাটের ‘পেপসি কোম্পানির’ সামনে দুই নম্বর রুটের সিটিবাস থেকে পড়ে যায় সাকিব। চলন্ত বাসটির দরজা ধরে চালকের সহকারী সাকিব দাঁড়িয়েছিল।

পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়া অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

সারাবাংলা/আরডি/এমআই

মৃত্যু সড়ক দুঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর