নারায়ণগঞ্জের তারাবোতে অত্যাধুনিক পাবলিক টয়লেটের উদ্বোধন
২৫ মার্চ ২০১৯ ১৫:১২
নারায়ণগঞ্জ: নান্দনিকতার ছোঁয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার বিশ্বরোড চত্বর এলাকায় নির্মাণ করা হয়েছে একটি অত্যাধুনিক পাবলিক টয়লেট। নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের ব্যবহার উপযোগী এ পাবলিক টয়লেট চালু করা হয়েছে আনুষ্ঠানিকভাবে।
সোমবার (২৫ মার্চ) সকালে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী ফলক উন্মোচন ও ফিতা কেটে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ পাবলিক টয়লেটের উদ্বোধন করেন। তারাবো পৌরসভার পক্ষ থেকে এই পাবলিক টয়লেট নির্মাণ করা হয়।
উদ্বোধন শেষে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী জানান, ‘ক্রমান্বয়ে পৌর এলাকার জনগুরুত্বপূর্ণ স্থানে আরও বেশ কয়েকটি অত্যাধুনিক পাবলিক টয়লেট স্থাপন করা হবে। অত্যাধুনিক এই পাবলিক টয়লেট উদ্বোধনের মধ্যদিয়ে তারাবো পৌরবাসীর জীবন-মান আরও একধাপ এগিয়ে গেল।’
পৌরবাসীর মানসম্মত সেবা দেওয়ার জন্য তারাবো পৌরসভা কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘পৌবাসীকে উন্নত সেবা দেওয়ার জন্য আমরা আরও পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা করেছি। পৌরবাসীর প্রয়োজন মোতাবেক আরও পাবলিক টয়লেট করবো।’
পাবলিক টয়লেটটির সুষ্ঠু ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আধুনিক এ পাবলিক টয়লেটটি এ অঞ্চলে চলাচলরত জনগণের স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। আধুনিক ও দৃষ্টিনন্দন, প্রতিবন্ধীবান্ধব এ পাবলিক টয়লেটে নারী ও পুরুষদের জন্য আলাদা চেম্বার, হাত ধোয়ার ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, সার্বক্ষণিক বিদ্যুৎ, স্যানিটারি ন্যাপকিন, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরাসহ পেশাদার পরিচ্ছন্নতাকর্মী ও নারী কেয়ারটেকারের ব্যবস্থা রয়েছে।’
হাছিনা গাজী বলেন, ‘এ পাবলিক টয়লেট নির্মাণে পৌরবাসীর সামগ্রিক পাবলিক স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ক্রমবর্ধমান পাবলিক স্যানিটেশন চাহিদা পূরণের ধারাবাহিকতায় আরও একটি দৃষ্টান্ত স্থাপিত হলো। ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ পাবলিক টয়লেটে পুরুষ ও নারীদের জন্য আলাদা ওয়াশরুম এবং টয়লেট ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধাযুক্ত টয়লেট এটি।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ‘রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার ও তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলামসহ অনেকে।
সারাবাংলা/এমআই