Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে শুরু হলো আর্ট ক্যাম্প ও স্থির চিত্র প্রদর্শনী


২৫ মার্চ ২০১৯ ১৮:২৫

জাবি: মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মুক্তিসংগ্রাম আর্ট ক্যাম্প ও স্থিরচিত্র প্রদর্শনী’। এর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র।

সোমবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নুরুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের কথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ। উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদা আখতার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফী, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, চারুকলা বিভাগের সভাপতি শারমিন জাহান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজসহ অনেকে।

এদিন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ ও অধ্যাপক আবুল বারক আলভীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর