Monday 30 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্তানের স্বীকৃতি আর ধর্ষকের বিচার চেয়ে রাজপথে প্রতিবন্ধী নারী


২৫ মার্চ ২০১৯ ১৯:৫৯

মাগুরা: মাগুরার মানসিক প্রতিবন্ধী ৩২ বছর বয়সী এক নারী বাড়ির পাশের মেহগনি বাগান থেকে কাঠ সংগ্রহে গিয়েছিলেন। নির্জনতার সুযোগ নিয়ে সেখানে তাকে ধর্ষণ করেন প্রতিবেশী কওসার লস্করের ছেলে সোহান লস্কর (২৫)। কিছুক্ষণ পরেই ওই নারীর মা সেই বাগানে গেলে ঘটনাটি দেখে ফেলেন।

এ সময় সোহান দ্রুত পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে সোহান লস্করের পরিবারের লোকজন বিষয়টি কাউকে না জানানোর অনুরোধ করেন। সেইসঙ্গে ওই নারীর সঙ্গে সোহানের বিয়েরও প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

এসব ঘটনা ২০১৮ সালের জানুয়ারি মাসের ৩১ তারিখের।

এরপর জানা যায় মানসিক প্রতিবন্ধী নারী গর্ভবতী হয়ে পড়েছেন। বিষয়টি জানার পরেও বিয়ের বিষয়ে গড়িমসি করতে থাকে সোহানের পরিবার। এরপর গত বছরের ১৮ জুন মামলা করেন বলে জানান ওই নারীর বাবা। নভেম্বর মাসেই একটি সন্তানের জন্ম দেন ওই নারী।

এরপর কয়েকমাস পেরিয়ে গেলেও সোহান বা তার পরিবার শিশুটিকে স্বীকৃতি দেয়নি। ফলে এখন নিজের শিশুর পিতার পরিচয়ের দাবিতে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন ওই নারী।

সোমবার (২৫ মার্চ) সকালে মাগুরা শহরের চৌরঙ্গি মোড়ে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন শিক্ষক, সমাজকর্মী, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা সোহান লস্করের শাস্তির দাবি জানান। সেইসঙ্গে ওই নারীর সন্তানটিকে যেন পিতার পরিচয় দেওয়া হয় সেই দাবিও উঠে আসে।

এ বিষয়ে মাগুরা শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, ওই নারীর বাবার করা মামলার চার্জশিট এরইমধ্যে দেওয়া হয়েছে। মামলার ১ নম্বর আসামি এখন কারাগারে আটক। মামলাটির বিচারও চলছে। মামলার আরেক আসামি কাওসার লস্করকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

ধর্ষণ প্রতিবন্ধী নারী ধর্ষণ সন্তানের পিতৃপরিচয় দাবি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর