Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে উদ্যোগ নেওয়া হবে’


২৫ মার্চ ২০১৯ ১৯:৪৩

ফাইল ছবি

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যায় জাতীয়ভাবে দিবস পালিত হলেও আন্তর্জাতিক স্বীকৃতি আমরা পাইনি। তাই আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (২৫ মার্চ) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। এর আগে, একাত্তরের গণহত্যা বিষয়ে ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

মন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় এ লক্ষে কাজ করে যাচ্ছে। স্বীকৃতি আদায়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সব প্রকার সহায়তা করা হবে।’

স্বাধীনতা কেবল ৯ মাসের সশস্ত্র সংগ্রামের ফসল নয় উল্লেখ করে তিনি বলেন, ‘৪৭ এর দেশ ভাগ, ৫২ এর ভাষা আন্দোলন থেকে ধারাবাহিক সংগ্রামের চূড়ান্ত পরিণতি মুক্তিযুদ্ধ। আগরতলা ষড়যন্ত্র মামলায় আইয়ুব খানের অভিযোগেই জানা যায়, দেশ স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু অনেক আগ থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিলো স্বাধীনতা যুদ্ধের পরিপূর্ণ নির্দেশনা।’

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি ১৪ দলের

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এস এম আরিফ-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর প্রতীক লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, ২৫ মার্চ রাজারবাগে প্রতিরোধযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়াসহ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর