Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরখাস্ত হচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা


২৩ জানুয়ারি ২০১৮ ১৫:২০ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ১৮:৩৩

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা : ঘুষ নেওয়ার অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিন, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী আবু আলম তিনদিন ধরে নিখোঁজ আছেন। তার মোবাইল ফোনও বন্ধ। তিনি অফিসে আসছেন না, অফিস থেকে কোনো ছুটিও নেননি। কেন তিনি আসছেন না সেটিও অবগত করেননি।

এ বিষয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, আমাদের শত শত কর্মকর্তা-কর্মচারী আছে, কে কখন আসেন অথবা আসেন না এ বিষয়ে আমার কাছে এ মুহূর্তে তথ্য নেই।

ঘুষ- বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের দুইজনকে ও জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে লেকহেড স্কুলের মালিক খালেদ হোসেন মতিনকে রোববার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।

সোমবার রাতে ওই তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, বন্ধ থাকা লেকহেড গ্রামার স্কুল খুলে দিতে খালেদ হোসেন মতিনের সঙ্গে সাড়ে চার লাখ টাকার ঘুষ চুক্তি করেন তারা। আটকের সময় উচ্চমান সহকারী নাসির উদ্দিনের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকাও জব্দ করা হয়।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরইমধ্যে দুদক তথ্য-প্রমাণ সংগ্রহ করা শুরু করেছে।

সারাবাংলা/জিএস/জেডএফ

বিজ্ঞাপন

আইসিইউতে সাইফ আলী খান
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৩৭

আরো

সম্পর্কিত খবর