Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৈমুর আলম খন্দকার গ্রেফতার


২৩ জানুয়ারি ২০১৮ ১৫:২৮ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ১৮:৩৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ :  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর সোয়া ১টায় তাকে গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জ বিভিন্ন থানায় দায়ের করা একাধিক নাশকতার মামলায় আসামি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সদর থানায় নাশকতার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন বলেন, তার বিরুদ্ধে দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। একটি বিশেষ ট্রাইবুনালের মামলা ও আরেকটি জিআর মামলা। এর মধ্যে সদর থানার একটি মামলায় ২০১৫ সাল থেকে তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে।

এদিকে তৈমুর আলমকে গ্রেফতারের প্রতিবাদে জেলা আদালতপাড়ায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এভাবে আদালত প্রাঙ্গণ থেকে একজন সাধারণ মানুষকেও গ্রেফতার করা আইন বহির্ভূত।

তিনি বলেন, তৈমুর আলমকে পুলিশ শত শত আইনজীবীদের মধ্য থেকে যেভাবে টেনে হিঁচড়ে নিয়ে গেছে তা কোনভাবেই কাম্য নয়। আমরা দ্রুত তৈমুর আলম খন্দকারের মুক্তি দাবি করছি।

সারাবাংলা/এআর/একে

বিজ্ঞাপন

আইসিইউতে সাইফ আলী খান
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৩৭

আরো

সম্পর্কিত খবর