একাত্তরে গণহত্যার স্বীকৃতি আদায়ে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান
২৫ মার্চ ২০১৯ ২৩:৩০
১৯৭১ সালের ২৫ মার্চসহ মুক্তিযুদ্ধ চলাকালীন ৯ মাসে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকারের পাশাপাশি প্রবাসী বাঙালিদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
তিনি বলেন, আর্মেনিয়াসহ বিভিন্ন দেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে দেশগুলোর সরকারের পাশাপাশি প্রবাসী নাগরিকরাও ভূমিকা রেখেছিলেন। একাত্তরের নির্মম গণহত্যার স্বীকৃতি আদায়ে আমাদের প্রবাসীদেরও নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে।
নিউইয়র্ক স্থানীয় সময় রোববার ‘জেনোসাইড একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত বর্বরোচিত গণহত্যার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এই আয়োজনে সমাবেশ, মোমবাতি প্রজ্বালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
অনুষ্ঠানে মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ সরকারের পদক্ষেপের অংশ হিসেবে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন বছরজুড়ে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করে যাচ্ছে। নিয়মিতভাবে জাতিসংঘ সদর দফতরের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি যেসব দেশ এরই মধ্যে তাদের দেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে পেরেছে, স্থায়ী মিশন তাদের কাছ থেকে এ বিষয়ক তথ্য ও অভিজ্ঞতা সংগ্রহ করছে। বিষয়টি নিয়ে জাতিসংঘ, সমমনা সদস্যরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গণহত্যা গবেষক ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সঙ্গ নিয়ে স্থায়ী মিশন সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে যাচ্ছে।
একাত্তরে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের পথ যতই বন্ধুর হোক না কেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় তা অর্জন করা সম্ভব হবে বলে আশাবাদ জানান জাতিসংঘে বাংলাদেশের এই স্থায়ী প্রতিনিধি।
অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মিজ সাদিয়া ফয়জুন্নেছা যুক্তরাষ্ট্রের মূলধারায় একাত্তরের গণহত্যা তুলে ধরতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের আরও নিবিড়ভাবে কাজ করার পরামর্শ দেন। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপে আমরা আপনাদের সঙ্গে আছি এবং একযোগে সবাইকে নিয়ে কাজ করে লক্ষ্যে পৌঁছাতে চাই।
‘জেনোসাইড একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার বিপুলসংখ্যক প্রবাসী বাঙালি উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিআর