Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার পেলেন গোলাম দস্তগীর গাজী


২৩ জানুয়ারি ২০১৮ ২০:৩৫

সারাবাংলা ডেস্ক

সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন গাজী গ্রুপের চেয়ারম্যান,  বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি। ভারতের মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার কমিটি এ পুরস্কার ভূষিত করেছে তাকে।

সর্ব ভারতীয় সংখ্যালঘু ও পিছিয়ে পরা জনগোষ্ঠী কাউন্সিলের পক্ষ থেকে প্রতিবছর সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনকে পুরস্কার দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) পশ্চিমবাংলার ইস্টার্ন জোন কালচারাল সেন্টারে (ইজেডসিসি) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ছাড়াও বাংলাদেশ থেকে এ বছর একই পুরস্কারে ভূষিত হয়েছেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমান এবং শিল্পপতি আবদুল কাদির মোল্লা।

অনুষ্ঠানে পশ্চিমবাংলার সাবেক গভর্নর জাস্টিস শ্যামল সেন, পশ্চিমবাংলা রাজ্যের ক্রীড়ামন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা, বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত ছাড়াও কলকাতার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন ।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর