Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষক হত্যার অভিযোগ


২৬ মার্চ ২০১৯ ০৬:৩৭

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পান্নু মোল্লার বিরুদ্ধে এক মাদ্রাসা শিক্ষককে হত্যার অভিযোগ ওঠেছে। নিহতের নাম মাওলানা আব্দুর রউফ (৪০)। তিনি শ্রীপুর উপজেলার কাদিরপাড়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।

সোমবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে মাওলানা আব্দুর রউফ চিকিৎসাধীন অবস্থায় মাগুরা সদর হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।

নিহতের ছোট ভাই মিলিন ফকির জানান, আব্দুর রউফ মহম্মদপুর উপজেলার ঘোষপুরে কয়েক বছর আগে হাজী মছলেম উদ্দীন টেকনিক্যাল কলেজ নামের একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ওই প্রতিষ্ঠানের সীমানার কিছু মূল্যবান গাছ অত্র এলাকার চেয়ারম্যান পান্নু মোল্লা প্রভাব খাটিয়ে কেটে নেন।

এ ঘটনার বিচার চেয়ে রউফ মাগুরা জজ কোর্টে একটি মামলা দায়ের করেন। এই মামলার জের ধরে গত বৃহস্পতিবার বড়রিয়া বাজার এলাকায় পান্নু চেয়ারম্যান ও তার সমর্থক আজাদ, খালেক, নজরুল, আমিনুল কাজীসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা দিয়ে মাওলানা আব্দুর রউফকে পিটিয়ে গুরুত্ব জখম করে।

পরে স্থানীয়রা আহত মাওলানাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনলে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।

এ বিষয়ে পান্নু মোল্লার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সাড়া মেলেনি।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সারাবাংলা/আরএ

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর