Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্র হরণ করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার: ফখরুল


২৬ মার্চ ২০১৯ ১০:৫৫ | আপডেট: ২৬ মার্চ ২০১৯ ১১:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফ্খরুল ইসলাম আলগীর বলেছেন, দেশের গণতন্ত্রকে হরণ করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করছে সরকার।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার এতো বছর পরেও আজ এই স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র ধুলিসাৎ করে দিয়েছে। গণতন্ত্রকে হরণ করা হয়েছে। সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিনত করা হয়েছে।

বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে অঙ্গীকার করেছি খালেদা জিয়ার মুক্তির জন্য দেশের জনগণকে সাথে নিয়ে আমরা আন্দোলন করবো। খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে ফিরিয়ে এনে এ দেশের জনগণকে মুক্ত করবো।

বিজ্ঞাপন

জিয়াউর রহমানের কবর জিয়ারত করার সময় উপস্থিত ছিলেন, ড. মোশাররফ, সুলতানা আহমেদ, ড. মঈন খান, খাইরুল কবীর খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, নজরুল ইসলাম খান, আলতাফ হোসেন চৌধুরী, ডা. জাহিদ, নিতাই রায় চৌধুরী অমিতসহ অনেকেই।

সারাবাংলা/এআই/জেএএম

মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর