Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুক বন্ধ রাখতে চায় শিক্ষা মন্ত্রণালয়


২৩ জানুয়ারি ২০১৮ ১৬:০৫

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা : আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখতে চায় শিক্ষা মন্ত্রণালয়। প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি রোধে এ পদক্ষেপ নিতে যাচ্ছে মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে  এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘পরীক্ষা চলাকালীন আমরা ফেসবুক বন্ধ রাখার জন্য বিটিআরসি এবং আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব, তারা যাতে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, এসএসসিও সমমানের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর নির্ধারিত সময় সকাল ১০টা। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের নিজ আসনে বসতে হবে। এর পরে কেউ এলে তাকে পরীক্ষা কেন্দ্রে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

পরীক্ষার প্রশ্নের বিষয়ে তিনি বলেন, প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। কোনও অবস্থাতেই ৩০ মিনিটের আগে প্রশ্নের খাম খোলা বা বণ্টন করা যাবে না। কেউ খুলে ফেললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রশ্নপত্রের প্যাকেট কেউ আগে খুলে ফেলছে কিনা তা তদারকি করতে নির্ধারিত একটি টিম থাকবে। এই টিম বিভিন্ন কেন্দ্রে গিয়ে পর্যবেক্ষণ করবেন। কোথাও প্রশ্নপত্র আগে খোলা হলে ওই কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রশ্নপত্র ফাঁসের জন্য কোচিং সেন্টারের জড়িত থাকার অভিযোগ সব সময় রয়েছে। তাই এবার পরীক্ষা শুরুর তিনদিন আগে থেকে কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে। একইসঙ্গে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। পরীক্ষা  চলাকালীন সময়ে কেউ মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এমনকি আমি নিজেও কেন্দ্র পরিদর্শনে গেলেও মোবাইল নিয়ে যাব না। তবে প্রতি কেন্দ্রে যোগাযোগের জন্য একটি মোবাইল থাকবে। সেটা সাধারণ মোবাইল হবে।

তিনি জানান প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কেবিনেট ডিভিশন থেকে প্রত্যেক জেলার ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।

সারাবাংলা/জিএস/একে/এনএস

 


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর