Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে পেন্টাগনের ১০০ কোটি ডলার বরাদ্দ


২৬ মার্চ ২০১৯ ১৫:৪৯

অবৈধ অভিবাসী রুখতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ৫.৭ বিলিয়ন ডলার খরচে এই দেয়াল নির্মাণের প্রস্তাবে সম্মতি দেয়নি কংগ্রেস। তাই জরুরি অবস্থা জারি করে বিশেষ ব্যবস্থায় প্রতিরক্ষা খাত থেকে পেন্টাগনের মাধ্যমে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার অর্থ বরাদ্দ নিলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথম ধাপে নেওয়া এই অর্থ ৫৭ মাইল লম্বা দেয়াল নির্মাণে ব্যবহার করা হবে।

বিজ্ঞাপন

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, হোমল্যান্ড সিকিউরিটি, কাস্টমস ও সীমান্ত নিরাপত্তার জন্য মার্কিন ডিফেন্স সেক্রেটারি প্যাট্রিক শাহানান ১ বিলিয়ন ডলার অনুমোদন দিয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর প্রকৌশল দফতর প্রকল্পটি তদারকি করবে।

অবৈধ পণ্য ও মাদক চোরাচালন রোধ করতে সরকার মার্কিন প্রতিরক্ষা দফতরকে এই অনুমতি দিয়েছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়। প্রস্তাবিত দেয়ালের কাঠামো হবে ১৮ ফুট উঁচু।

উল্লেখ্য, কংগ্রেসের কাছ থেকে প্রয়োজনীয় অর্থের অনুমোদন না পেয়ে গত ১৫ ফেব্রুয়ারি জরুরি অবস্থা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সারাবাংলা/এনএইচ

দেয়াল নির্মাণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর