মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে সরকার: হাছিনা গাজী
২৬ মার্চ ২০১৯ ১৭:১৬
নারায়ণগঞ্জ: আওয়ামী লীগ সরকার মানুষের দুয়ারে দুয়ারে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। দেশে ১২ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৩২ প্রকারের ঔষধ বিনামূল্যে দেয়া হচ্ছে, যা এসডিজির অভীষ্ট লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় লাইফ এইড হসপিটালে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মেডিকেল ক্যাম্পে ৩ হাজার দুঃস্থ রোগীর মাঝে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল করেছেন যার সুফল প্রত্যন্ত গ্রামের মানুষ উপভোগ করছে জানিয়ে হাছিনা গাজী আরও বলেন, আগে স্বাস্থ্যসেবা নিতে দূরবর্তী হাসপাতালে যেতে হত। কমিউনিটি ক্লিনিক স্থাপনের ফলে নারী ও শিশুদের সেবাগ্রহণ সহজ হয়েছে। ফলশ্রুতিতে দেশে স্বাস্থ্য খাতে এসেছে আমূল পরিবর্তন, কমেছে মাতৃ ও শিশু মৃত্যুহার।
সবাইকে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকলের উচিত দেশের দরিদ্র মানুষ যাতে চিকিৎসাসেবা পায় সেদিকে লক্ষ রাখা। দেশের সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতেও দেশের দরিদ্র মানুষ যাতে চিকিৎসাসেবা পায় সে ব্যাপারে লক্ষ রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মীর, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট গবেষক লায়ন মীর আব্দুল আলীম, লাইফ এইড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার তানজীল এহসান অভি, লাইফ এইড হসপিটালের পরিচালক ডাক্তার আফরুন নেসা মুনাসহ অনেকে।
সারাবাংলা/এনএইচ