Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতা দিবস উপলক্ষে মাগুরায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন


২৬ মার্চ ২০১৯ ১৭:৫০ | আপডেট: ২৬ মার্চ ২০১৯ ১৭:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রায় দুই হাজার রোগীকে এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়।

রোগীরা হৃদরোগ, চোখের সমস্যা, ডায়াবেটিস, শিশুরোগ ও অর্থোপেডিকসহ নানা অসুখ-বিসুখ নিয়ে মেডিকেল ক্যাম্পে আসেন। তাদের চিকিৎসায় ক্যাম্পের তত্ত্বাবধানে ছিলেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শ্যামল কৃষ্ণ সাহা। রোগীদের আরও চিকিৎসা দিয়েছেন ডা. দিলসান আরা বিনা ও ডা. কাজী রকিবুল ইসলামসহ ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

বিজ্ঞাপন

মহান স্বাধীনতা দিবস, হেলথ ক্যাম্প, হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়

হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ও ব্যবস্থাপনায় ছিল বিদ্যালয় পরিচালনা পর্ষদ।  এসময় ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। সম্মিলনী বিদ্যালয় ও এলাকার কল্যাণে আরও উদ্যোগ নেয়া হবে বলে জানান বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি। উল্লেখ্য,  ডা. শ্যামল কৃষ্ণ সাহা বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী।

সারাবাংলা/এনএইচ

মহান স্বাধীনতা দিবস মেডিকেল ক্যাম্প হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়