ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
গাজীপুর : ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য অধ্যাপক মোনাজ আহমেদ নুরের অপসারণ চেয়ে বিক্ষোভ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৮টায় এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের কারণে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। এতে অচল হয়ে পড়ে একাডেমিক কার্যক্রম।
https://www.youtube.com/watch?v=O52d_vC2uh4
ভিসির বিরুদ্ধে অভিযোগ, তিনি শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এছাড়া বিনা কারণে কর্মচারী ছাটাইয়ের অভিযোগও তার বিরুদ্ধে।
জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, সকালে ‘সেভ আইইউটি’ ব্যানারে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন। এরপর সেখানে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন কয়েকজন শিক্ষক।
এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভিসি বিরোধী স্লোগান দিতে থাকেন। ভিসির অপসারণসহ ১৩ দফা দাবিও দিয়েছেন বিক্ষুব্ধরা।
ওসি আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারী ও ভিসির সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।
সারাবাংলা/একে