Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতা দিবসেই চলে গেলেন হিলির মুক্তিযোদ্ধা দছির উদ্দিন


২৬ মার্চ ২০১৯ ১৯:২২

হিলি: যে স্বাধীনতার জন্য প্রাণ বাজি রেখেছিলেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার পৌরসভাধীন ঈসমাইলপুর গ্রামের মুক্তিযোদ্ধা দছির উদ্দিন মন্ডল। সেই স্বাধীনতার দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর রাতে ঈসমাইলপুর গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান এই মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৯ বছর।

দুপুরে ঈসমাইলপুর মাঠে প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের নেতৃত্বে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনসহ পুলিশের ১১ সদস্যের একটি চৌকস দল দছির উদ্দিনকে গার্ড অব অর্নার দেয়। পরে ওই মাঠেই তার জানানা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই বীর মুক্তিযোদ্ধার জানাজায় অংশ নেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ৭ নম্বর সেক্টরে যুদ্ধ করেন।

সারাবাংলা/এসএমএন

 

মুক্তিযোদ্ধার মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর