Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিরঝিলে নৌকা বাইচে হাজারও মানুষের ভিড়


২৬ মার্চ ২০১৯ ১৯:২৬ | আপডেট: ২৬ মার্চ ২০১৯ ১৯:৩৫

ঢাকা: রাজধানীর চিরচেনা হাতিরঝিলের পাড়গুলোতে হাজারো মানুষের ভিড়। মুহুর্মুহু করতালি আর হর্ষধ্বনিতে ফেটে পড়ছেন সবাই। প্রতিযোগিতার আবহে তখন সবাই। হঠাৎ করে রাজধানীর হাতিরঝিলে এমন উত্তেজনা ছড়িয়ে পড়ার কারণ হলো— হাতিরঝিলের বুক চিরে তখন দাপিয়ে বেড়াচ্ছে ১৫টি নৌকা, তারা অংশ নিচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত গ্রামবাংলার ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতায়। রাজধানীবাসী শেকড়ের সেই ছোঁয়া পেয়েই মেতে উঠেছে উচ্ছ্বাসে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে হাতিরঝিলে আয়োজিত এই নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। বাংলাদেশ রোয়িং ফেডারেশন আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের ১৫টি দল অংশ নেয়। এর মধ্যে ১১টি পুরুষ দলের পাশাপাশি ছিল নারীদের চারটি দলও।

প্রতিযোগিতা উদ্বোধনের সময় গণপূর্তমন্ত্রী বলেন, নৌকা বাইচ বাংলার লোক সংস্কৃতির অন্যতম উপাদান, গ্রামবাংলার ঐতিহ্য। প্রায় বিলুপ্ত খেলার মধ্যে এটি অন্যতম। এসব ঐতিহ্য ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। তাই এ খেলাকে আবারও পরিচিত করে তুলতে এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশ রোয়িং ফেডারেশন লোকজ সংস্কৃতির এই যে ঐতিহ্যকে ধরে রাখার উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়।

সবাইকে বাঙালিয়ানায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আপাদমস্তক একজন বাঙালি। তার কথাবার্তায়, চালচলনে, পোশাক-পরিচ্ছদে এবং মনে-মননে ছিল বাঙালিয়ানা। আসুন সবাই মিলে আবার সেই বাঙালিয়ানাকে উজ্জীবিত করি। আমরা চাই নির্ভেজাল বাঙালিত্ব।

বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার বলেন, প্রতিবছরই আমরা এ আয়োজন করে থাকি। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা এসে অংশ নিয়েছে। হাজার হাজার দর্শনার্থী এসেছেন। আগামী বছর আরও সুন্দর পরিবেশে এখানে অনুষ্ঠান করতে পারব।

হাতিরঝিলে রোয়িং ক্লাবের স্থায়ী জায়গা বরাদ্দ চেয়ে কাওছার বলেন, হাতিরঝিলে রোয়িংয়ের জন্য স্থায়ী জায়গা চাই। তাহলে রোয়িং বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাসুদ ডিজাইন স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এম মাসুদুর রহমানসহ রোয়িং ক্লাবের সদস্যরা।

নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরুষ দলে প্রথম হয়েছে আলীনগর রোয়িং ক্লাব, দ্বিতীয় হয়েছে নিউ গাজী রোয়িং ক্লাব ও তৃতীয় হয়েছে সিলেট রোয়িং ক্লাব। অন্যদিকে মহিলা দলগুলোর মধ্যে প্রথম হয়েছে টঙ্গী রোয়িং ক্লাব, দ্বিতীয় হয়েছে চুনকুটিয়া রোয়িং ক্লাব ও তৃতীয় হয়েছে ইউনিভার্সেল রোয়িং ক্লাব। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রোয়িং ফেডারেশনের নেতারা ও আমন্ত্রিত অতিথিরা।

ছবি: সুমিত আহমেদ

সারাবাংলা/ইএইচটি/টিআর

নৌকা বাইচ হাতিরঝিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর