Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলাস্কায় ভূমিকম্প, সুনামি সতর্কতা


২৩ জানুয়ারি ২০১৮ ১৬:৪৫ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৮ ১৬:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারবাংলা ডেস্ক

আলাস্কা: মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ আলাস্কা উপকূলে রিখটার স্কেলের ৮.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর পর পরই ঐ অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্র আলাস্কার কোডিয়াক শহরের প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চল ১০ কিলোমিটার গভীরতায়। গ্রিনিচ মান সময়ের সকাল ৯টা ৩১ এ এ ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, এ সতর্কতা ক্যালিফোর্নিয়া, ব্রিটিশ কলাম্বিয়া ও আলাস্কা এলাকার জন্য প্রযোজ্য হবে।

সতর্কবার্তায় ওই সব এলাকার মানুষদের উচ্চ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এনডব্লিউএস প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কবাণী কেন্দ্র জানায়, প্রাথমিক ভূমিকম্প দেখে বলা যায়, বিশাল আকারের ঢেউসহ সুনামি হতে পারে।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এমএ

আলাস্কা সতর্কতা সুনামি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর