Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাব মহাপরিচালক পুরস্কার পেলেন ৫৯ জন


২৭ মার্চ ২০১৯ ০১:২৮

ঢাকা: সাহসিকতা ও সেবা ক্যাটাগরিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক পুরস্কার পেয়েছেন ৫৯ জন সদস্য। র‌্যাব ফোর্সেস স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ক্রেস্ট, সনদপত্র, ব্যাজ ও নগদ টাকা।

মঙ্গলবার (২৬ মার্চ) র‌্যাব সদর দফতরে বাহিনীটির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সদস্যদের এ সম্মাননা দেওয়া হয়।

র‌্যাব সদর দফতর থেকে জানা যায়, ২০১৮ সালে আভিযানিক ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৪ জন র‌্যাব সদস্যকে বিশেষ সম্মাননা ‘সাহসিকতা’ এবং প্রশাসনিক ও সেবামূলক প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ২৫ জন র‌্যাব সদস্যকে বিশেষ সম্মাননা ‘সেবা’ প্রদান করা হয়েছে।

সাহসিকতায় সম্মাননাপ্রাপ্তরা হলেন, র‌্যাব-১ এর সৈনিক মো. রাকিব হোসেন, র‌্যাব-২ এর পরিদর্শক মো. আতিকুর রহমান, র‌্যাব-৩ এর পরিদর্শক মো. ওমর ফারুক, হাবিলদার মো. আবু ইসহাক আলী, র‌্যাব-৪ এর এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, র‌্যাব-৫ এর এএসপি মো. আনোয়ার হোসেন, মো. আজমল হোসেন, ওয়ারেন্ট অফিসার মো. সাহাবুল আলম, সার্জেন্ট মো. টিপু সুলতান, র‌্যাব-৬ এর এএসআই জুয়েল চন্দ্র বিশ্বাস, র‌্যাব-৭ এর এএসপি মো. নুরুজ্জামান, মো. মাশকুর রহমান, কাজী মো. তারেক আজিজ, ওয়ারেন্ট অফিসার মো. আলমগীর কবির খান, র‌্যাব-৮ এর এএসপি মুকুল চাকমা, সার্জেন্ট মো. আব্দুস শুকুর, র‌্যাব-১০ এর এএসআই মো. গোলাম রায়হান, র‌্যাব-১১ ল্যান্স নায়েক মো. আলমগীর হোসেন, এএসআই মো. বেলাল হোসেন, র‌্যাব-১২ এর এএসপি মো. রওশন আলী, র‌্যাব-১৩ এএসপি মো. আহসান হাবীব, এএসপি মো. হাবিবুর রহমান, র‌্যাব-১৪ কনস্টেবল মো. আরমান হোসেন, র‌্যাব-১৫ এর এল এস তৌহিদুল ইসলাম, অপারেশন্স উইংয়ের ল্যান্স করপোরাল সুভাষ চাকমা, ইন্টিলিজেন্স উইংয়ের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জামাল উদ্দিন খান, এসসিপিও সৈয়দ নওশের আলী, ল্যান্স করপোরাল মো. রোকন আলী, মো. রাশেদুল ইসলাম, এএসআই মো. মিরাজুল ইসলাম, সৈনিক মো. রফিকুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার মো. মঞ্জুরুল হক ও লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

বিজ্ঞাপন

র‌্যাব মহাপরিচালক সাহসিকতা পুরস্কার পেয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম তার অনুভূতি প্রকাশ করে সারাবাংলাকে বলেন, ‘পুরস্কার পাওয়া সব সময়ের আনন্দের বিষয়। র‌্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ সম্মাননা সামনের দিনে আমার কাজের গতি বাড়াবে বলে মনে করি। এছাড়া পুরস্কারের মধ্য দিয়ে দেশ সেবায় আরও দায়বদ্ধ হয়ে গেলাম। সারাবছর কাজ করা হয় মানুষ ও দেশের জন্য। এই পুরস্কার সামনের দিকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে।’

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাব সদর দফতরের মিডিয়া শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান সারাবাংলাকে বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও সাহসিকতা ও সেবা পুরস্কার দিয়েছে র‌্যাব মহাপরিচালক। র‌্যাব সদস্যরা তাদের নিজ নিজ কাজে যে সফলতা দেখিয়েছে, তার ওপর ভিত্তি করে এ পুরস্কার দেওয়া হয়েছে।’

সারাবাংলা/ইউজে/পিএ

পুরস্কার র‍্যাব র‌্যাব মহাপরিচালক পুরস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর