Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ এগিয়ে নিতে যুবকদেরই এগিয়ে আসতে হবে: হা‌ছিনা গাজী


২৭ মার্চ ২০১৯ ০০:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগ‌ঞ্জ: নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেছেন, ‘আজকের যুবকরাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। মহান স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার মানুষের সঙ্গে যুবকদের একটা বড় অংশ শরীরের তাজা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে। দেশকে এগিয়ে নিতে যুবকদেরকেই এগিয়ে আসতে হবে।’

মহান স্বাধীনতা ‌দিবস উদযাপন উপল‌ক্ষ্যে মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জের তারা‌বো পৌরসভার ৯নং ওয়ার্ড যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক সন্ধ্যায় প্রধান অ‌তিথির বক্ত‌ব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘দেশ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও ‍দুর্নীতি নির্মূল করতে হবে। মাদকের সাথে সম্পৃক্ত সকলকে রুখে দিতে হবে। মাদক দমন করতে যেকোনো পদক্ষেপ নিতে আমরা পিছপা হব না।’

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাদক নির্মূলে কাজ করার আহ্বান জানান হা‌ছিনা গাজী। মাদক কারবারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে, তাদের সামাজিকভাবে বয়কট করার কথা বলেন তিনি।

অনুষ্ঠা‌নে আরো উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফের‌দৌসী আলম নীলা, উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, তারাবো পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন ও নজরুল ইসলাম ম‌ফিজ, নারায়ণগ‌ঞ্জ জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক রাতুল আহ‌মেদ খোকন, ডেমরা থানা ছাত্রলী‌গের সভাপ‌তি মোজা‌ম্মেল হক আকাশ, যুবলীগ নেতা মাহবুব আলম শুভসহ অ‌নে‌কে।

সারাবাংলা/এআরএইচ/পিএ

মেয়র হাছিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর