Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি গণমাধ্যমে একাত্তরের ২৭ মার্চ


২৭ মার্চ ২০১৯ ০৭:৫৬

ঢাকা: ১৯৭১ সালের ২৬ মার্চ বিশ্বে জন্ম নেয় নতুন একটি ভূখণ্ড ‘বাংলাদেশ’। দীর্ঘ ৯ মাস বীর যোদ্ধারা লড়াই করে ছিনিয়ে আনে বিজয়ের পতাকা। তার আগে ২৫ মার্চ রাত থেকে পাকিস্তানি সেনাবাহিনী এই ভূখণ্ডের বেসামরিক লোকদের ওপর চালায় ইতিহাসের নির্মম ও নিষ্ঠুর হত্যাকাণ্ড।

ওই সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্মকথা এবং পাকিস্তানিদের ধ্বংসলীলা। কিন্তু সহজ যোগাযোগ মাধ্যম না থাকায় ২৫ মার্চ ও ২৬ মার্চের ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা ২৭ মার্চের গণমাধ্যমে প্রকাশ পায়নি। গণহত্যা ও পাকিস্তান সেনাবাহিনীর তাণ্ডবের বিস্তারিত বর্ণনা গণমাধ্যমে উঠে আসে মার্চের শেষের দিকে ও এপ্রিলে।

বিজ্ঞাপন

তবে একাত্তরের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের নির্দেশে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করা হয়, এই তথ্য ঠিকই ১৯৭১ সালের ২৭ মার্চই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ঠিকই প্রকাশিত হয়। সারাবাংলার পাঠকদের জন্য ওই সময়ের (২৭ মার্চ ১৯৭১ সাল) বিদেশি গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদনের অংশবিশেষ তুলে ধরা হলো—

ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফ ’৭১-এর ২৭ মার্চ ‘গৃহযুদ্ধে পূর্ব পাকিস্তানে আগুন জ্বলছে, রাষ্ট্রপতি মুজিবকে বিশ্বাসঘাতক বললেন’ শিরোনামে প্রতিবেদন ছাপে। ভারতের নয়া দিল্লি থেকে টেলিগ্রাফের প্রতিবেদক ডেভিড লোসাক তার প্রতিবেদনে লিখেন, ‘পূর্ব পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়েছে। ভয়ানক রকমের প্রাণহানির ঘটনা ঘটেছে। মুসলিম এই রাষ্ট্রের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে এই যুদ্ধ শুরু হয়।’

বিজ্ঞাপন

প্রতিবেদনে লোসাক আরও লিখেন, ‘গত রাতে বিশ্বের সঙ্গে পূর্ব পাকিস্তানের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। পশ্চিম পাকিস্তান থেকে অনেক দূরে অবস্থিত পূর্ব পাকিস্তান নিজেদের স্বাধীন ঘোষণা করেছে। পূর্ব পাকিস্তানের ভাগ্যোন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন শেখ মুজিবুর রহমান। বিদ্রোহী এই নেতা ও বাঙালি জনগোষ্ঠীকে দমনের জন্য পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে ভারী অস্ত্রসহ ৭০ হাজার সেনা মোতায়েন করেছে। ঢাকার সূত্রগুলো জানাচ্ছে, শেখ মুজিবসহ তার পাঁচ ঘনিষ্ঠ সহচরকে রাতের আঁধারে গ্রেফতার করা হয়। ঢাকাসহ অন্য শহরগুলোতে কারফিউ জারি হয়েছে, সরকারি সেনারা ঢাকার রেডিও অফিস দখল করেছে। একাধিক সূত্র জানাচ্ছে, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বেসমারিক অনেক লোককে হত্যা করা হয়েছে। চারদিকে লুটপাট, অগ্নিসংযোগসহ পশ্চিম পাকিস্তানের সেনারা তাণ্ডব চালিয়ে যাচ্ছে।’

ওই একই দিন ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফ ‘পাকিস্তান’স সিভিল ওয়ার’, শীর্ষক একটি সম্পাদকীয় ছাপে। সম্পাদকীয়তে বলা হয়, ‘মুসলমান বিশ্বের বড় একটি রাষ্ট্র দুইভাগ হবে, তা অনেক আগেই অনুমেয় ছিল। এখন পূর্ব পাকিস্তানে নিজেদের স্বাধীন ঘোষণা করে সেই অনুমানকে বাস্তবে রূপ দিচ্ছে। রাষ্ট্রপতি ইয়াহিয়া খান ঢাকা ছেড়ে যাওয়ার পর পূর্ব পাকিস্তানের রাজধানীতে ব্যাপক গণ্ডগোল শুরু হয়েছে। গতকাল সেখানে বড় আকারের যুদ্ধ শুরু হয়েছে, যেখানে ভারী অস্ত্রে সজ্জিত পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের বেসামরিক সমর্থকরা লড়াই করছে। এই যুদ্ধে পূর্ব পাকিস্তানের বেসামরিক সমর্থকদের নেতৃত্ব দিচ্ছেন শেখ মুজিব। পশ্চিমের সঙ্গে পূর্বের বিচ্ছিন্ন হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।’

অস্ট্রেলিয়ার গণমাধ্যম দ্য এইজ ২৭ মার্চ ১৯৭১ সালে ‘ঢাকা ব্রেকস উইথ পাকিস্তান’, শীর্ষক প্রতিবেদন ছাপে। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েট প্রেসের বরাত দিয়ে এই প্রতিবেদনের শিরোনামের পরই বড় বড় হরফে দুই লাইনে উল্লেখ করা হয়, ‘পূর্ব পাকিস্তান ২৬ মার্চ নিজেদের স্বাধীনতা ঘোষণা করে বলেছে যে তারা আর করাচি প্রশাসনের সঙ্গে নেই।’

দ্য এইজের প্রতিবেদনে বলা হয়, “ভারতের রেডিও প্রতিবেদন থেকে জানা গেছে, পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা শেখ মুজিবের পক্ষ থেকে গতকাল বেতারের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। পশ্চিম পাকিস্তানের সেনাদের বিরুদ্ধে লড়তে ওই ঘোষণায় পূর্ব পাকিস্তানের আপামর জনগণকে উৎসাহ দেওয়া হয়। বেতার কেন্দ্রটি নিজেদেরকে ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ নামে অভিহিত করেছে। এর আগে পাকিস্তানি সেনারা পূর্ব পাকিস্তান দখল করে নেয় এবং সেখানে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। পশ্চিম পাকিস্তানেও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে পূর্ব পাকিস্তানের ঢাকার রাস্তায় ব্যাপক সংঘর্ষ শুরু হয়, এই সংঘর্ষে ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।”

ব্রিটেনের দৈনিক দ্য লন্ডন টাইমস ২৭ মার্চ ১৯৭১ সালে ‘শেখ মুজিবুর পূর্ব পাকিস্তানকে স্বাধীন ঘোষণা করায় প্রচণ্ড লড়াই শুরু হয়েছে’ শীর্ষক প্রতিবেদন ছাপে।

দ্য বোস্টন গ্লোব ২৭ মার্চ ১৯৭১ সালে ‘পূর্ব পাকিস্তান স্বাধীন হতে গৃহযুদ্ধ শুরু’ শিরোনামে প্রতিবেদন ছাপে।

নিউ ইয়র্ক টাইমস ২৭ মার্চ ১৯৭১ সালের প্রতিবেদনে জানায়, ‘পূর্ব পাকিস্তানের বিদ্রোহী নেতা শেখ মুজিবুর গ্রেফতার।’

সারাবাংলা/জেআইএল/আরএ/টিআর

বিদেশি সংবাদপত্র মার্চ স্বাধীনতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর