Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২তম জাতীয় বিতর্ক উৎসব ২৯ ও ৩০ মার্চ


২৭ মার্চ ২০১৯ ১২:২০ | আপডেট: ২৭ মার্চ ২০১৯ ১২:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যুগের আহ্বানে যুক্তির উচ্ছ্বাস, মেতে উঠুক নব তারুণ্যে’ স্লোগানে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) আয়োজনে আগামী ২৯ ও ৩০ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিআরবি হাসপিটালস লি. ১২তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসব, ২০১৯’। বাংলাদেশ শিশু একাডেমি  মিলনায়তনে অনুষ্ঠেয় এই বিতর্ক উৎসবে দেশের বিভিন্ন স্কুল-কলেজ, ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষক, শিক্ষার্থী ও ডিবেট ক্লাবের মডারেটররা উপস্থিত থাকবেন।

এনডিএফ বিডি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় বিতর্ক উৎসবের দ্বাদশ এই আয়োজনে থাকছে আজীবন সম্মাননা, বিতর্ক কর্মশালা, শিশু বিতর্ক, আঞ্চলিক, সংসদীয়, প্ল্যানচেট ও রম্য বিতর্কসহ বিভিন্ন মডেলের বিতর্ক প্রদর্শনী, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, মিট দ্য পারসোনালিটি, ক্যাম্পফায়ার, র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন পর্ব।

বিজ্ঞাপন

এবারের বিতর্ক উৎসবে বাংলাদেশে বিতর্ক শিল্পে অবদানের জন্য জাতীয় বিতার্কিক ও নাগরিক টেলিভিশনের সিইও ড. আব্দুন নূর তুষারকে আজীবন সম্মাননা দেওয়া হবে। এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বিতর্ক উৎসবে সভাপতি থাকবেন এনডিএফ বিডি’র চেয়ারম্যান এ কে এম শোয়েব।

সারাদেশের বিতার্কিকদের এই মহা মিলনমেলার আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক বিআরবি হাসপিটালস লিমিটেড। উৎসবের অনলাইন পার্টনার সারাবাংলা ডটনেট। এছাড়া টিভি পার্টনার চ্যানেল আই ও নাগরিক টিভি, রেডিও পার্টনার জাগো এফএম ৯৪.৪, মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক এবং বেভারেজ পার্টনার কোকাকোলা ও আইসক্রিম পার্টনার ইগলু।

সারাবাংলা/টিআর

১২তম জাতীয় বিতর্ক উৎসব এনডিএফ বিডি

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর