Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে ‘বন্দুকযুদ্ধে’ একজনের মৃত্যু


২৭ মার্চ ২০১৯ ১২:৩৪

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর বাঁশপট্টি এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম কাওছার মিয়া। পুলিশের দাবি, তিনি এলাকার একজন চিহ্নিত ছিনতাইকারী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ক্রাইম) শরিফুর রহমান জানান, নিহত কাওছারের বিরুদ্ধে গাজীপুর সদর, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালায়। রাত সাড়ে ৩ টার দিকে পুলিশের সঙ্গে ছিনতাইকারী একটি চক্রের গোলাগুলি হয়। এসময় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই কাওছারের মৃত্যু হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাও আহত হন।

বিজ্ঞাপন

পরে ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র উদ্ধার করা হয় বলেও জানান শরিফুর রহমান।

সারাবাংলা/এসএমএন

ছিনতাইকারী বন্দুকযুদ্ধে নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর