Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে আকস্মিক বন্যায় ৩২ প্রাণহানি


২৭ মার্চ ২০১৯ ১৩:৪৬

ইরানে আকস্মিক বন্যায় অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭০ জনের বেশি। পুরো দেশের ৩১ প্রদেশের মধ্যে ২৮টি প্রদেশই বন্যায় আক্রান্ত হয়েছে। খবর রেডিওফারদা ও বিবিসির।

ইরানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী দিনগুলোতে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

দেশটির পুলিশবাহিনী জানিয়েছে, রাজধানী তেহরানের নিকটে কান-সৌলেকান সড়কে একটি সাত মিটার লম্বা ও পাঁচ মিটার প্রশস্ত ভূমিধসের ঘটনা ঘটেছে।

গ্রেটার তেহরানের ডেপুটি গভর্নর গোলাম হোসেইন আরাম বলেন, সড়কটিতে চার থেকে পাঁচ টন ভারী পাথর আছড়ে পড়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, বন্যার কারণে সোমবার (২৫ মার্চ) থেকে দারাকেহ, দারবান্ড, লাভাসান ও ফাশামে নদীর অববাহিকা সংলগ্ন সকল রেস্তোরা ও অন্যান্য সেবা স্টেশন বন্ধ রয়েছে।

উল্লেখ্য, তেহরানে সর্বশেষ আকস্মিক বন্যা হয় ২০১৫ সালে। ওই বন্যায় প্রাণ হারান প্রায় ২০ জন।

স্থানীয় গণমাধ্যম অনুসারে, বন্যায় বন্ধ হয়ে গেছে তেহরানের একাধিক প্রধান সড়ক। স্থানীয় জনগণকে জরুরি দরকার ছাড়া যাত্রা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সারাবাংলা/আরএ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর