Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলায় ববিতে বিক্ষোভ


২৭ মার্চ ২০১৯ ১৫:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট করে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ‘রাজাকারের বাচ্চা’ বলে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার ও উপাচার্যের ক্ষমা চাওয়ার দাবি উঠেছে।

বুধবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে চলা এই বিক্ষোভে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার (২৬ মার্চ) বৈকালিক চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। তবে ওই অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য ছিল না। ফলে বিষয়টি নিয়ে অনুষ্ঠানের বাইরে প্রতিবাদ জানান তারা।

বিজ্ঞাপন

এ ঘটনায় উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে সম্বোধন করেন।

এরই প্রতিবাদে এবং ভিসির ওই বক্তব্য প্রত্যাহারের দাবীতে বুধবার সকাল থেকে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এই আন্দোলনের সঙ্গে তারা যুক্ত করেছেন আরও ৫ দফা দাবী। এরমধ্যে রয়েছে টিএসসি’তে পাঠদান না করানো, সেমিনার রুমের ভাড়া ৩ হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা এবং সকল জাতীয় দিবস শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে উদযাপন করা।

এ নিয়ে উপচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান পণ্ড করার পাঁয়তারা করে। যারা স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান পণ্ড করার পাঁয়তারা করে তারা রাজাকার না তো কি?

এখন কি তিনি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইবেন? এটা কি হতে পারে?, প্রশ্ন রাখেন উপাচার্য।

আন্দোলনকারীদের মধ্যে জামায়াত-শিবির ঢুকে গেছে এবং তাদের ইন্ধনেই কিছু শিক্ষার্থী আন্দোলনের নামে অরজকতা করছে বলেও দাবি করেন উপাচার্য। বর্তমান অবস্থার প্রেক্ষিতে সবগুলো বিভাগের চেয়ারম্যানকে ডেকে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে এবং যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

 

বরিশাল বিশ্ববিদ্যালয় রাজাকারের বাচ্চা