রাজধানীতে ৭ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক
২৭ মার্চ ২০১৯ ১৫:৫৭ | আপডেট: ২৭ মার্চ ২০১৯ ১৬:৪৯
ঢাকা: রাজধানীর মতিঝিলের ব্যাংক পাড়ায় ৭ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৩।
বুধবার (২৭ মার্চ) দুপুরে র্যাব-৩ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন করেছেন র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান।
তিনি জানান, মতিঝিলের বাংলাদেশ ব্যাংক কর্মচারী নিবাসের সামনে মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (৩৬) ও রেহানা বেগম (৩৫) নামে দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৭৬০ পিস ইয়াবা, সাতটি মোবাইল ও মাদক বিক্রির ২ লাখ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
লে. কর্নেল এমরানুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন কক্সবাজার-টেকনাফ থেকে মাদক সরবরাহ করে ঢাকার আশেপাশে জেলায় বিক্রি করে আসছে বলে স্বীকার করেছে। তাদেরকে মতিঝিল থানায় মাদক আইনে মামলা দায়ের করে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সারাবাংলা/এসএইচ/জেএএম