Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ


২৭ মার্চ ২০১৯ ১৮:০৩ | আপডেট: ২৭ মার্চ ২০১৯ ১৮:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মুক্তাদুর রহমান (৫৫) নামে এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়নপুর সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুল রহমান।

মুক্তাদুর মধ্য হরিনারায়নপুর সরকার পাড়া গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে।

মৃত মুক্তাদুর রহমানের ছোট ভাই মাহাবুবুর রহমান বলেন, ১৫ শতক জমি নিয়ে প্রতিবেশী আলম ও পারুলের সাথে বিরোধ চলে আসছিল। সকালে ওই জমিতে আলম ও পারুল সীমানা প্রাচীর তুলতে যায়। এসময় তার বড় ভাই মুক্তাদুর রহমান বাধা দিতে গেলে প্রতিপক্ষ তার ভাইকে ধরে নিয়ে ঘরে ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় স্বজনরা মুক্তাদুরকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সদর থানার অফিসার ইনচার্জ আশিকুল রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পারুল ও পেলু মোহাম্মদ নামে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া নবজাতককে পেল নিঃসস্তান দম্পতি

জমি-জমার বিরোধ বৃদ্ধ হত্যা শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর