জজ কোর্টের লিফট দুর্ঘটনায় আহত একজনের মৃত্যু
২৭ মার্চ ২০১৯ ১৮:৫১
ঢাকা: ঢাকা জেলা ও দায়রা জজ আদালত পুরাতন ভবনের লিফট ছিঁড়ে আহত ১২ জনের মধ্যে জহিরুল হক নামে আদালতের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত ৭ মার্চ সকাল ১০টার দিকে পুরাতন জেলা জজ ভবন নামে পরিচিত জজ কোর্টের ভবনটির লিফট চালু হওয়ার পরপরই ছিঁড়ে যায়। এসময় বেশ কয়েকজন আহত হন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারা। তাদের মধ্যে বিএসএমএমইউয়ে চিকিৎসাধীন জহিরুল হক মারা গেলেন।
এদিকে, লিফট দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ঢাকার জেলা জজ মো. হেলাল উদ্দিন চৌধুরী কাছে জমা পড়েছে বলে জানা গেছে আদালত সূত্রে। প্রতিবেদনে দুর্ঘটনার জন্য লিফটম্যান জাহাঙ্গীর আলম ও লিফটের তদরকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান রশিদ এন্টারপ্রাইজকে অভিযুক্ত করা হয়েছে। ১৯৮০ সাল থেকে চলমান ওই পুরাতন লিফট দেখভালের দায়িত্ব ছিল পিডাব্লিউডি। প্রতিষ্ঠানটি রশিদ এন্টারপ্রাইজের মাধ্যমে একজন লিফটম্যান নিয়োগ দিয়ে লিফটটি পরিচালনা করতেন।
জানা গেছে, ৩৯ বছর ধরে চলা আট জন ধারণক্ষমতার লিফটটি ১২ জন নিয়ে ওপরে উঠছিল বলে এ দুর্ঘটনা ঘটে। ওই ঘটনার পর ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায়কে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদনে জমা দিতে বলা হয়েছিল।
এছাড়া ওই ঘটনায় ঢাকার জেলা ও দায়রা জজের নাজির তরিকুল আলম কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সারাবাংলা/এআই/টিআর