Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই বছরের মধ্যে প্রকৃত অর্থের নির্বাচন দিন: ড. কামাল


২৭ মার্চ ২০১৯ ১৯:৪০

বক্তব্য রাখছেন ড. কামাল হোসেন

ঢাকা:  দ্রুত একটি সুষ্ঠু-অবাধ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘এই বছরের মধ্যে প্রকৃত অর্থের দ্রুত সুষ্ঠু ও অবাধ নির্বাচন দিন। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হলে সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত হয়।’

বুধবার (২৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলার হল রুমে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় ড. কামাল এই আহ্বান জানান।

বিজ্ঞাপন

ড. কামাল বলেন, ‘আমরা সংঘাত ও সংঘর্ষ চাই না। এতে দেশের অর্থনৈতিক শাসন ব্যবস্থা ও দেশের অনেক ক্ষতি হয়। কাল্পনিকভাবে নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করা প্রতারণার শামিল। এটা শুধু জনগণের সঙ্গেই প্রতারণা নয় বরং স্বাধীনতার শহিদদের সঙ্গেও প্রতারণা করা হয়। নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতি করে ক্ষমতা নেওয়ার জবাব জনগণ আদায় করবেই।’

বঙ্গবন্ধুকে স্মরণ করে সরকারের উদ্দেশে ড. কামাল বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুকে অপমান করবেন না। দেশের জনগণ ক্ষমতার মালিক। রাষ্ট্রের মালিক জনগণ। সংবিধানে এই কথা উল্লেখ রয়েছে। আর এই সংবিধানে এক নম্বর স্বাক্ষর হচ্ছে বঙ্গবন্ধুর।’ তিনি আরও বলেন, ‘আজ দেশের অনেক ক্ষতি হচ্ছে। হাজার হাজার সম্পদ দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। অনেকে ভয়ে মুখ খুলছেন না গুম, হত্যা ও অপহরণের ভয়ে। দেশ আজ মহাসংকটের শিকার।’

আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণফোরাম থেকে সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত হওয়া মোকাব্বির খান, ড. রেজা কিবরিয়া, অধ্যাপক আবু সাইয়ীদ,  অ্যাডভোকেট জগলুল আফ্রিকসহ অনেকেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এসবি

জাতীয়-নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর