প্রতিদিন ঢাকা-সিলেট-ঢাকা রুটে ইউএস-বাংলার তিনটি ফ্লাইট
২৭ মার্চ ২০১৯ ১৯:৫৮
ঢাকা: আগামী ৩১ মার্চ থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে প্রতিদিন সকাল-দুপুর-সন্ধ্যায় মোট তিনটি ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা।
গত বছরের ১২ সেপ্টেম্বর দুপুরের ফ্লাইটের সঙ্গে একটি সান্ধ্যকালীন ফ্লাইটও পরিচালনা শুরু করে ইউএস-বাংলা। আগামী ৩১ মার্চ থেকে সকালে একটি ফ্লাইট পরিচালিত হবে বলে ইউএস-বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিদিন সকাল ৭টা, দুপুর ১২টা ৩৫ মিনিট ও সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে সিলেট এর উদ্দেশে ছেড়ে যাবে ইউএস-বাংলার ফ্লাইট। সিলেট থেকে সকাল ৮টা ১০ মিনিট, দুপুর ১টা ৪৫ মিনিট ও রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
এখন থেকে ৭২ আসনের ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ ও ৭৬ আসনের ড্যাশ৮-কিউ৪০০ সিরিজের এয়ারক্রাফট দিয়ে ঢাকা-সিলেট-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হবে।
সারাবাংলা/জেএ/এটি