স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা : সারাদেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের সংখ্যায় ভারসাম্য আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, দেশের অনেক হাসপাতালে প্রয়োজনের অতিরিক্ত চিকিৎসক বা নার্স আছে। আবার কোনো কোনো হাসপাতালে পর্যাপ্ত নাই। এই ভারসাম্যহীনতা দূর করার পদক্ষেপ নেওয়ার জন্য তিনি নির্দেশ দেন।
আজ মঙ্গলবার সচিবালয়ে জেলাভিত্তিক হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন। সভায় গাজীপুর, বরিশাল,পাবনা, কুমিল্লা, চাঁদপুর ও রাজবাড়ীর স্বাস্থ্য ব্যবস্থাপনার মান উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
যে সব এলাকায় হাসপাতালের সংস্কার প্রয়োজন সেখানে দ্রুত কাজ শুরুর নির্দেশ দেন মন্ত্রী। গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের ক্যাম্পাস ভবন না থাকায় শীঘ্রই তা নির্মাণের উদ্যোগ নিতে তিনি নির্দেশ দেন। জেলা বা উপজেলায় স্বাস্থ্য কেন্দ্র, আইএইচটি ও ম্যাটসের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কর্মকর্তা কর্মচারীর শূন্যতা পূরণে দ্রুত উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন তিনি।
মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সাফল্য ধরে রাখতে হলে কোন রকমের সমন্বয়হীনতা মেনে নেওয়া হবে না। হাসপাতালের সংস্কার কাজে শিথিলতা অথবা প্রয়োজন জনবল না থাকার কারণে তৃণমূলের মানুষের জন্য উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার উদ্যোগ ব্যাহত যেন না হয় সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।
সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মণি, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, চিকিৎসা শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/জেএ/একে