‘গ্যাসের মূল্যবৃদ্ধি প্রমাণ করে এই সরকার জনগণের নয়’
২৭ মার্চ ২০১৯ ২৩:১৮
চট্টগ্রাম ব্যুরো: জ্বালানির দাম বাড়ানোর গণশুনানিতে সাধারণ মানুষের স্বার্থরক্ষা না করে সরকারের ইচ্ছা কার্যকর করা হয় বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের চট্টগ্রামের নেতারা। বুধবার (২৭ মার্চ) বিকেলে গ্যাসের মূল্যবৃদ্ধির তৎপরতা বন্ধ ও সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে এক সমাবেশে নেতারা এই মন্তব্য করেন।
নগরীর আন্দরকিল্লা মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ বাম নেতারা বলেন, ‘কোনো যুক্তি ছাড়াই গ্যাসের দাম দুই চুলায় ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করা হচ্ছে। অন্যান্য ক্ষেত্রেও গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। জ্বালানি প্রতিমন্ত্রী ইতোমধ্যে এই দাম বাড়ানোর কথা ঘোষণা করেছেন। অতীত অভিজ্ঞতা বলে, গণশুনানিতে সাধারণ মানুষের স্বার্থরক্ষা হয় না। বরং সরকারের দাম বাড়ানোর ইচ্ছাই কার্যকর করা হয়।’
তারা আরও বলেন, ‘হঠাৎ করে গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। এর মাধ্যমে প্রমাণিত হয়, এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার লুটপাটকারীদের স্বার্থ রক্ষা করতে চায়। দফায় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে বিভিন্ন পণ্যেরও দাম বাড়বে।’
বাম নেতারা বলেন, ‘জনগণের সঙ্গে নিত্যব্যবহার্য জিনিসপত্র নিয়ে ব্যবসা চলে না। যে সরকার ব্যবসায়ীর মনোবৃত্তি নিয়ে জনগণকে নিষ্পেষিত করে, তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই ৷’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সাধারণ সম্পাদক অশোক সাহার সভাপতিত্বে ও ছাত্রফ্রন্ট নেতা আল কাদেরী জয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা কমিটির সদস্য নুরুল হুদা নিপু, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার নেতা শওকত আলী, বাসদ (মার্ক্সবাদী) চট্টগ্রাম জেলার শফিউদ্দীন কবির আবিদ ও সিপিবি নেতা অমৃত বড়ুয়া।
সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগি মোড়ে গিয়ে শেষ হয়।
সারাবাংলা/আরডি/এমআই