Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চতুর্থ ধাপে উপজেলা নির্বাচন: ৭ এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ


২৮ মার্চ ২০১৯ ০০:০৬

ঢাকা: পঞ্চম উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে সাতজন সংসদ সদস্যকে (এমপি) নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৭ মার্চ) রাতে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি নির্দেশনা সাত সংসদ সদস্যর কাছে পাঠানো হয়েছে। চিঠিতে তাদেরকে ২৮ মার্চ অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে নির্বাচনি এলাকা ছাড়তে বলা হয়েছে।

ইসির উপসিচব আতিয়ার রহমান রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সাতজন সংসদ সদস্যকে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

ইসি সূত্র জানায়, যে সাত সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে তারা হলেন- টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খাঁন, টাঙ্গাইল-৫ আসনের মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ আসনের মো. জোয়াহেরুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের মো. মোজাম্মেল হোসেন, খুলনার-৬ আসনের মো. আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১ আসনের কাজিম উদ্দিন আহম্মেদ এবং যশোর-২ আসনের মো. নাসির উদ্দিন।

আগামী ৩১ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ১২৭ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/জিএস/পিএ

উপজেলা নির্বাচন চতুর্থ ধাপ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর