Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত


২৮ মার্চ ২০১৯ ০১:৫৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৭ মার্চ) রাত ১২ টার দিকে লোহাগাড়ার চুনতী জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারে কাজ করছে হাইওয়ে ও লোহাগাড়া থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস।

নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা হলেন- তাসলিমা বেগম (২০), তার দুই বছর বয়সী মেয়ে সাদিয়া, মা হাসিনা মমতাজ (৪৫), আফজাল হোসেন সোহেল (৩০), আব্দুর শুক্কুর (২৮), সায়েম (২২), মাইক্রোবাসের চালক নুরুল হুদা (২৫)।

ঘটনাস্থল থেকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সারাবাংলাককে বলেন, ‘রাত পৌনে ২টা পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী এমরা এক শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

ঘটনাস্থলে থাকা চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) হাসান মােল্লা সারাবাংলাকে বলেন, ‘এ পর্যন্ত যাদের লাশ উদ্ধার হয়েছে, তারা সবাই মাইক্রোবাসের যাত্রী। এদের মধ্যে এক জন শিশু, দুই জন মহিলা এবং পাঁচ জন পুরুষ। মাইক্রোবাসের আরও তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসেরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।’

ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশের দোহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সারাবাংলাকে জানান, কক্সবাজারমুখী রিল্যাক্স পরিবহনের বাস এবং চট্টগ্রামমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘একেবারে নির্জন একটি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে হতাহতদের আশপাশে সরিয়ে নিয়েছে। আমরা এসে লাশ খুঁজে বের করছি। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি।’

দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস সরাতে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে বলে জানান তিনি।

সারাবাংলা/আরডি/পিএ

চট্টগ্রাম দুর্ঘটনা সড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর