Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রেক্সিট ভোট: সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো প্রস্তাবই


২৮ মার্চ ২০১৯ ০৯:০২

ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি পার্লামেন্ট সদস্যদের প্রস্তাবিত কোনো ভোট। স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে এই ভোট অনুষ্ঠিত হয়। খবর বিবিসির।

ভোটের জন্য মন্ত্রীদের প্রস্তাবগুলোর মধ্যে ছিল- ব্রেক্সিটের পর ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটি একক কাস্টমস ইউনিয়ন (২৬৪-২৭২); যেকোনো চুক্তিই পাস হওয়ার আগে সেটা নিয়ে একটি গণভোটের আয়োজন করা (২৬৮-২৯৫); বিরোধীদল লেবার পার্টি প্রস্তাবিত ব্রেক্সিট পরিকল্পনা (২৩৭-৩০৭); ইইউ’র সঙ্গে একক বাজার বজায় রাখা (১৮৮-২৮৩); চুক্তিহীন ব্রেক্সিট এড়াতে এ বিষয়ক আর্টিকেল প্রত্যাহার করা(১৮৪-২৯৩); ১২ এপ্রিল চুক্তিহীন ব্রেক্সিট (১৬০-৪০০); মল্টহাউজ প্ল্যান বি (১৩৯-৪২২); ইটিএ ও ইইএ সদস্য সদস্যতা (৬৫-৩৭৭)।

বিজ্ঞাপন

ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী স্টিফেন বারক্ল্যা বলেন, এই ভোটে মন্ত্রীদের এমন চিন্তার প্রতিফলন ঘটেছে যে, যার যার কাছে তাদের প্রস্তাবটিই সেরা প্রস্তাব।

উল্লেখ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে ভোটের আগে জানিয়েছিলেন, তার প্রস্তাব পাস হলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করবেন।

সারাবাংলা/আরএ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর