Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাঙা জানালায় হাত বাড়িয়ে বাঁচার আকুতি


২৮ মার্চ ২০১৯ ১৫:৩৫ | আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০২:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাঙা জানালা দিয়ে হাত নেড়ে বাঁচার আকুতি জানাচ্ছেন ভেতরে আটকেপড়ারা

ঢাকা: বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে ভাঙা জানালা দিয়ে হাত বাড়িয়ে আকুতি জানাচ্ছেন ভেতরে যারা আটকেপড়ারা। সেখান থেকে তারা ফায়ার সার্ভিসের দৃষ্টি আকর্ষণের নাকে-মুখে কাপড় বেঁধে তারা ধোঁয়া থেকে বাঁচার চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ছাদেও আশ্রয় নিয়েছেন অনেকে।

ফায়ার সার্ভিস জানায়, ভবনের নয়তলা থেকে আগুনের সূত্রপাত।

ভাঙা জানালায় হাত বাড়িয়ে আটকেপড়াদের বাঁচার আকুতি

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের ল্যাডারে করে আটকেপড়া উদ্ধার করা হচ্ছে।  বিকেল সাড়ে তিনটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ৮ জন ভবন থেকে লাফিয়ে পড়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন। এছাড়া আহত অবস্থায় শ্রীলংকার এক নাগরিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আটকেপড়াদের স্বজনরা জানান,  আটকেপড়ারা মোবাইলফোনে তাদের কাছে কল দিয়ে শেষবারের মতো ক্ষমা চেয়ে নিচ্ছেন।

সারাবাংলা/জেএ/এমএনএইচ

এফআর টাওয়ারে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর