উদ্ধার হওয়া নারী বললেন, ‘ভেতরে অনেক মানুষ’
২৮ মার্চ ২০১৯ ১৬:১২
ঢাকা: বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় বিকাল চারটা পর্যন্ত ২৭ জনকে উদ্ধার করা হলেও ভেতরে অনেক মানুষ রয়েছে বলে জানিয়েছেন ভবন থেকে উদ্ধার হওয়া এক নারী। তিনি জানিয়েছেন, ভেতরে ধোঁয়ায় অনেকের শ্বাসরুদ্ধ হয়ে আসছে।
দুপুর পৌনে একটায় বনানীর এই ভবনে আগুন লাগে।
আগুন লাগার পর ভবন থেকে লাফিয়ে পড়ে এ পর্যন্ত মারা গেছেন চারজন। এছাড়া আহত হয়েছেন অনেকেই। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। ভবনে আটকা পড়েছে অনেকেই। আটকেপড়াদের উদ্ধারে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টারকে আকাশে টহল দিচ্ছে দেখা গেছে।
সারাবাংলা/জেএ/এমএনএইচ