বনানী অগ্নিকাণ্ড: সুস্থ আছেন ‘বিদায়’ জানানো সেই রিপন
২৮ মার্চ ২০১৯ ১৭:৩৭
ঢাকা: বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বেঁচে আছেন ফেসবুকে আকুতি জানানো হাসনাইন আহমেদ রিপন। বিকেলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে। রিপনের পরিচিত মমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, তিনি (রিপন) সুস্থ আছেন। বর্তমানে ইউনাইটেড হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা চলছে।
এর আগে, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে এফ আর টাওয়ারে আগুন লাগার পরে বিল্ডিং এর ভেতর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবাইকে বিদায় জানিয়ে দুইটি পোস্ট দেন রিপন।
ফেসবুকে ধোঁয়ায় আচ্ছন্ন ঘরের মধ্যে সেলফিসহ দেওয়া এক পোস্টে রিপন প্রিয়জনদের ‘বিদায়’ জানিয়ে লেখেন, ‘মা, মিনা, মিলন, আপু, ফাহিম ভাই সবায় আমারে মাফ করে দিস। আগুন FR Tower lift 13’
এর আগে অপর এক পোস্টে আরেকটি সেলফি পোস্ট করে রিপন লেখেন, ‘আগুন আগুন, এটা শেষ পোস্ট হতে পারে। প্লিজ ফরগিভ মি (FR Tower Lift 13)’
বিকেলে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেনের সাহায্যে ভেতরে থাকা অনেককে উদ্ধার করে বিল্ডিং থেকে। তাদের একজনের মধ্যেই রিপন ছিল জানিয়েছে রিপনের বন্ধুরা। রিপনের ফেসবুক বন্ধুরাও সেই পোস্টেই রিপনের উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সারাবাংলা/এসবি/এনএইচ