Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপহরণের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার


২৩ জানুয়ারি ২০১৮ ২০:১৮ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৮ ২০:১৯

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা:রাজধানীর খিলগাঁও থেকে অপহরণের ৩ দিন পর বাড্ডার আফতাবনগর এলাকা থেকে জিসান (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।
বাড্ডা থানার উপ-প‌রিদর্শক (এসআই) সোহরাব হো‌সেন সারাবাংলা‌কে জানান, ওই কি‌শো‌রের লাশ আফতাবনগরের লেক থে‌কে উদ্ধার করা হয়। উদ্ধা‌রের পর সোমবার দুপু‌রে লাশ ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে অজ্ঞাত হি‌সে‌বে পাঠা‌নো হয়। ত‌বে লা‌শের শরী‌রে কোন আঘা‌তের চিহ্ন পাওয়া যায় নি। সম্ভবত শ্বাস রোধ ক‌রে তা‌কে হত্যা করা হ‌য়ে‌ছে।
‌তি‌নি আরও ব‌লেন, মঙ্গলবার সন্ধ্যায় তার বাবা লাশ দে‌খে শনাক্ত ক‌রে‌ছেন। অপহর‌ণের পর ছেলেটির বাবা ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। ওই কি‌শো‌রের প‌রিবা‌রের সদস্যরা  থানায়  পৌঁছালে প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর ও মামলার বিষয়ে সিদ্ধান্ত  হ‌বে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর/জেডএফ

 

বিজ্ঞাপন

আইসিইউতে সাইফ আলী খান
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৩৭

আরো

সম্পর্কিত খবর