Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে আগুনের ঘটনায় ব্রিটিশ মন্ত্রীর প্রার্থনা


২৮ মার্চ ২০১৯ ১৮:৫৭ | আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০১:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মার্ক ফিল্ড দুঃখ প্রকাশ করেছেন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনা নিয়ন্ত্রণে প্রার্থনা করার কথাও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) এক টুইট বার্তায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মার্ক ফিল্ড বলেন, ‘ঢাকায় আগুনের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এবং আগুন যেন দ্রুত নিয়ন্ত্রণে আসে সে প্রার্থনা করছি।’

বনানীর এফআর টাওয়ারে আগুন, প্রতি মুহূর্তের আপডেট

উল্লেখ্য, রাজধানী ঢাকার অন্যতম বাণিজ্যিক এলাকা বনানীর এফআর টাওয়ারে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর পৌনে একটায় আগুনের সূত্রপাত ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন মারা গেছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অসংখ্য।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/এমও

বনানীর এফ আর টাওয়ারে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর