Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী এনডিএফ বিডি বিতর্ক উৎসব


২৮ মার্চ ২০১৯ ২১:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যাশনাল ডিবেট ফেডরেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বিতর্ক উৎসব। ২৯ ও ৩০ মার্চ (শুক্র ও শনিবার) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে উদ্বোধন করা হবে ১২তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসবের। আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে বিআরবি হাসপিটালস লি.।

বৃহস্পতিবার (২৮ মার্চ) এনডিএফ বিডির চেয়ারম্যান একেএম শোয়েব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলায় হয়, ‘যুগের আহ্বানে যুক্তির উচ্ছাস, মেতে উঠুক নব তারুণ্যে’ স্লোগানে বিতর্ক উৎসবে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় দুই হাজার মেধাবী শিক্ষক, শিক্ষার্থী ও ডিবেট ক্লাব মডারেটরগণ উপস্থিত হবে।

বিজ্ঞাপন

‘বিআরবি হাসপিটালস লি. ১২তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসব, ২০১৯’-এ থাকছে উদ্বোধনী ও আজীবন সম্মাননা প্রদান, বিতর্ক নিয়ে কর্মশালা, শিশু বিতর্ক, আঞ্চলিক, সংসদীয়, প্ল্যানচ্যাট, রম্য-বিতর্ক।

এছাড়া থাকছে, বিভিন্ন মডেলের বিতর্ক প্রদর্শনী, বর্ণাঢ্য র‌্যালি, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, মিট দ্য পারসোনালিটি, ক্যাম্পফায়ার, জাকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতিযোগিতায় বিজয়ীদের সার্টিফিকেট, পুরষ্কার ও উপহার সামগ্রী বিতরণ করা হবে।

বাংলাদেশে বিতর্ক শিল্পে অবদানের জন্য জাতীয় বিতার্কিক ও নাগরিক টেলিভিষন এর সিইও ড. আব্দুন নূর তুষার কে দেওয়া হবে আজীবন সম্মাননা।

বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রনালয় এর মাননীয় মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এবং সমাপনী অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশের আমেরিকান এ্যাম্বাসেডর ইয়ার্ল আর মিলার।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই এর পরিচালক ও হেড অব নিউজ জনাব শাইখ সিরাজ, দৈনিক ইত্তেফাক ও অনন্যা ম্যাগাজিন এর সম্পাদক জনানা তাহমিমা হোসেন, দৈনিক কালের কন্ঠের সম্পাদক ও জনপ্রিয় লেখক জনাব ইমদাদুল হক মিলন, সাংবাদিক ও জনপ্রিয় সাহিত্যক জনাব আনিসুল হক, বিআরবি গ্রুপ এর চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ মজিবর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন, ওয়েস্ট্রান ইঞ্জিনিয়ারিং (প্রা.) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচাকল জনাব বশির আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট টিভি এর প্রধান বার্তা সম্পাদক জনাব আশীস ঘোষ সৈকত, মাছরাঙা টেলিভিশন এর হেড অব নিউজ রেজোয়ানুল হক রাজা, ফারইস্ট স্টারলিং লিমিটেড এর পরিচালক জনাব ই জেড এম মাসুদুর রহমান, ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব তাপস কুমার মন্ডল, ট্যাক্স কমিশনার জনাব এফ এইস আরিফ, কুষ্টিয়া মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. এস এম মোসতানজিদসহ অনেকে।

সারাবাংলা/এনএইচ

 

১২তম বিতর্ক উৎসব ২০১৯ এনডিএফ বিডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর