বিল্ডিং কোড মেনে ভবন তৈরির বিষয়ে তদন্ত হওয়া উচিত: কামাল
২৯ মার্চ ২০১৯ ১০:৪১
ঢাকা: বিল্ডিং কোড মেনে সব ভবন তৈরি হয়েছে কি না তা নিয়ে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ার দেখতে এসে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে আগুন লাগে বনানীর এফআর টাওয়ারে। সর্বশেষ তথ্য অনুযায়ী ভবনটি থেকে, ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া, ৭০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সারাবাংলা/এসএ/জেএএম
আরও পড়ুন
বনানীতে আগুন: স্ক্যানওয়েল লজিস্টিকসের ৩ জনের মৃত্যু, নিখোঁজ ২
বনানীর এফআর টাওয়ারে আগুন, ৫ সদস্যের তদন্ত কমিটি
বনানী অগ্নিকাণ্ড: সুস্থ আছেন ‘বিদায়’ জানানো সেই রিপন