প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সঞ্জয় দত্ত
২৯ মার্চ ২০১৯ ১২:৫৯
নয় বছর পর আবারও ঢাকা ঘুরে গেলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার (২৮ মার্চ) তিনি ঢাকায় পা রাখেন। মূলত তিনি বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন এর উদ্বোধন করতে তার এবার ঢাকায় আসা।
উদ্বোধন শেষে সঞ্জয় দত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, স্বাধীনতার পর বাংলাদেশ সফরে আসা ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দলের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সাক্ষাতের কিছু ছবি হস্তান্তর করেন সঞ্জয় দত্ত।
প্রেস সচিব বলেন, ‘সেই প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকার, সঞ্জয় দত্তের বাবা প্রখ্যাত অভিনেতা পরে রাজনীতিবিদ সুনীল দত্ত, বিশিষ্ট অভিনেত্রী ওয়াহিদা রেহমান এবং সঞ্জয় দত্ত নিজেও ছিলেন।’
আলোচনায় প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের দ্ব্যর্থহীন সমর্থনের কথা স্মরণ করেন।
সাক্ষাৎ শেষে রাতেই ভারতে উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সঞ্জয় দত্ত। বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ৩ এপ্রিল শুরু হয়ে ৬ এপ্রিল পর্যন্ত চলবে।
সারাবাংলা/আরএসও/পিএ