Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুর্মিটোলা ও ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৫ অগ্নিদগ্ধ


২৯ মার্চ ২০১৯ ১৪:০৭

বনানী অগ্নিকাণ্ডে স্বজন হারিয়েছেন ইনি..

ঢাকা: বনানীর বহুতল ভবন এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে আহত প্রায় অর্ধশত ব্যক্তিকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৫ জন, ইউনাইটেড হাসপাতালে ১০ জন চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (২৯ মার্চ) দুপুর নাগাদ হাসপাতাল দুটির কর্তৃপক্ষ এমন তথ্যই জানিয়েছে।

আহত ও দগ্ধদের মধ্যে কুর্মিটোলা হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তারা হলেন, ফাহিম ফয়সাল(৩০), হিমু(৩০), সুশান্ত(৪০), ফজলুল(২৫), আব্দুল মান্নান রিফাত(৩৫), নাজমুল হক(৩৫), স্মৃতি(২০), মোতাহার হোসেন(৪০), মফি মামুন(৩০), হাবিবুর রহমান, মুশফিকুর রহমান, মুরাদ, মহিউদ্দিন(২৩), আরিফ(৩২), মো. রেজাওয়ান আহমেদ(৪০)।

এদিকে, ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ বিভাগ সারাবাংলা‌কে জা‌নি‌য়েছেন, এ ঘটনায় আহত ২৬ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে তিনজন আগেই মারা যান। আহতদের মধ্যে ১৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এখন এই হাসপাতালে ভর্তি আছেন ১০ জন। তাদের মধ্যে ৪ জন স্পেশাল কেয়ার ইউনিটে, ১ জন জেনারেল কেয়ার ইউনিটে এবং ৫ জন জেনারেল ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসাধীন সবাই ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট-জনিত সমস্যায় ভুগছেন। তবে কারও অবস্থায়ই আশঙ্কাজনক নয়।

সারাবাংলা/এমএমএইচ/এনএইচ

অগ্নিদগ্ধ চিকিৎসাসেবা বনানী অগ্নিকাণ্ড

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর