Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক মহড়ায় অংশ নিতে যুদ্ধজাহাজ প্রত্যয়ের চীনযাত্রা


২৯ মার্চ ২০১৯ ২৩:৩০

চট্টগ্রাম ব্যুরো: আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশ নিতে চীন গেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘প্রত্যয়’।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে যুদ্ধজাহাজটি চীনের উদ্দেশে চট্টগ্রামের নৌ জেটি ত্যাগ করে। এসময় নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে বিদায় জানায়।

প্রত্যয় জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম এম মেহেদী হাসানের নেতৃত্বে ২৪ জন কর্মকর্তাসহ মোট ১১৭ জন নৌসদস্য এ মহড়ায় অংশ নিতে চীনে গেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২ এপ্রিল চীনে চার দিনব্যাপী এই মহড়া শুরু হবে। ২৫ এপ্রিল মহড়া শেষে জাহাজটি আবারও বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। ১৮ মে সেটি দেশে পৌঁছাবে।

জাহাজটিকে বিদায় দেওয়ার নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক কমডোর এম কামরুল হক চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/টিআর

বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘প্রত্যয়’

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর