Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবিরহাটে নির্বাচনি সহিংসতা, ভোট স্থগিত


৩০ মার্চ ২০১৯ ০৩:৪২

নোয়াখালী: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় কবিরহাট উপজেলার নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ভোটগ্রহণ স্থগিত করা হয়।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে ইসি’র এ সংক্রান্ত চিঠি পৌঁছেছে জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। জেলা প্রশাসক তন্ময় দাস ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম এ চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ভোটগ্রহণ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এ নির্বাচনকে ঘিরে বৃহস্পতিবার সন্ধ্যায় কবিরহাটে নৌকা প্রতীকের প্রার্থী কামরুর নাহার শিউলি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী আলাবক্স তাহের টিটুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

সহিংস এসব ঘটনায় একে অন্যকে দায়ী করে নিজ নিজ বাড়িতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন শিউলি ও টিটু। তারা দু’জনেই এ ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ী করেন এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেন।

সারাবাংলা/টিআর

উপজেলা পরিষদ নির্বাচন কবিরহাট উপজেলা চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর