Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস


৩০ মার্চ ২০১৯ ০৮:৫১

ঢাকা: রাজধানীর গুলশান-১-এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মেজর শাকিল নেওয়াজ। তিনি জানান, আগুনে কোনো হতাহত হয়নি। তবে তদন্ত না করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে না বলে জানান তিনি।

শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর শাকিল নেওয়াজ এ কথা বলেন।

বিজ্ঞাপন

মেজর শাকিল বলেন, এর আগে যখন এই মার্কেটে আগুন লাগে (২০১৭ সালের ৩ জানুয়ারি) তখন আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানেও যেখানে আগুন লেগেছে, তার আশপাশে আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই। পানির স্বল্পতার কারণে ধীরে ধীরে কাজ করতে হয়েছে।

ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে ধাপে ধাপে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এখনো পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

আরও পড়ুন:  গুলশান ডিসিসি মার্কেটে আগুন, কাজ করছে ২০ ইউনিট

গুলশানে পানি স্বল্পতা, আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা ও নৌবাহিনী
‘অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলে মালিক সমিতির বিরুদ্ধে ব্যবস্থা’

সারাবাংলা/এসএ/এসজে/জেএএম

গুলশান-১ ডিএনসিসি মার্কেট

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর