Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার বাকশাল প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে: চট্টগ্রাম বিএনপি


৩০ মার্চ ২০১৯ ২১:০৩

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগ সরকার দেশে বাকশাল প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘এই ষড়যন্ত্র বাস্তবায়নে যাতে কোনো বাধা না আসে, সেজন্য বেগম খালেদা জিয়াকে সরকার মুক্তি দিচ্ছে না।’

শনিবার (৩০ মার্চ) সকালে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয় প্রাঙ্গণে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

বিজ্ঞাপন

শাহাদাত বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করে বাকশাল প্রতিষ্ঠা করতে চায়। মধ্যরাতের ভোটে তারা ক্ষমতা দখল করে আছে। বাকশাল প্রতিষ্ঠার ষড়যন্ত্রে যাতে কোনো বাধা না থাকে সেজন্য খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সরকার চিকিৎসা ও মুক্তিতে বাধা দিয়ে খালেদা জিয়াকে হত্যার পাঁয়তারা করছে। জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার। অথচ একই মামলায় অন্য আসামিরা জামিনে থাকলেও খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না।’

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘খালেদা জিয়াকে যদি বাঁচাতে চান, তাহলে আজই রাজপথে নেমে আসুন। না হলে এই সরকার খালেদা জিয়াকে বাঁচতে দেবে না।’

নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, ‘মহাজালিয়াতির নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় এসেছে। সেই ক্ষমতা ধরে রাখতে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে অত্যাচার করা হচ্ছে। নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীদের নামে দেওয়া হাজার হাজার মিথ্যা মামলায় এখনও হয়রানি করা হচ্ছে।’

বিজ্ঞাপন

দুপুর ১টার দিকে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম ও কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এ ম নাজিম উদ্দিন নেতাকর্মীদের অনশন ভঙ্গ করান।

নগর কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন- নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, বিএনপি নেতা মুহাম্মদ মিয়া ভোলা, শাহ আলম, ইসকান্দার মির্জা, আহমেদুল আলম চৌধুরী রাসেল, ইদ্রিস আলী, আইয়ুব খান, ইসহাক চৌধুরী আলিম।

সারাবাংলা/আরডি/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর